রাজ্যের বাজেট পেশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য, বিজেপি করে বয়কট।

নিজস্ব সংবাদদাতা :  বিধানসভায় রাজ্যের ২০২৫ অর্থবর্ষের বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিধায়কের উপস্থিতিতে বাজেট পেশের সমাপ্তি ঘটান মুখ্যমন্ত্রীর একটি কবিতা পাঠ করে। এবারের বাজেট পরিকল্পনায় নারী, কৃষি ও পরিষেবা ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের ন্যায্য পাওনার অভাবে আর্থিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রাজ্য উন্নয়নের পথ অব্যাহত রাখার সংকল্প ঘোষণা করেছে।

#Budget পেশের সময় মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী।

১) নারী ও মহিলাদের জন্য বরাদ্দ: এবারের বাজেটের অর্ধেকের বেশি অংশ নারী ও মহিলাদের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে।
২) বাংলার বাড়ি প্রকল্প: এই প্রকল্পে ২০২৫ বাজেটে ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
৩) নদীবন্ধন প্রকল্প: বিভিন্ন নদী ও জলাশয়ের মধ্যে সংযোগ ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘নদীবন্ধন’ নামে নতুন প্রকল্প চালু করা হয়েছে। বরাদ্দ ২০০ কোটি টাকা।
৪) নদী ভাঙন প্রতিরোধ: নদী ভাঙন সমস্যার সমাধানে মাস্টার প্ল্যান গ্রহণ করা হবে। বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা। পাশাপাশি, একটি পাইলট প্রকল্পও গ্রহণ করা হবে।
৫) আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইল ফোন: এই খাতে বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা।
৬) কর্মশ্রী প্রকল্প: ৬১ কোটি শ্রম দিবস তৈরির লক্ষ্যে কর্মশ্রী প্রকল্পের আওতায় ব্যাপক কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।
৭) পথশ্রী প্রকল্প: রাস্তাঘাট উন্নয়নের জন্য আগামী অর্থবর্ষে ১,৫০০ কোটি টাকা বরাদ্দ।
৮) চা শিল্পে কৃষি আয়কর ছাড়: চা শিল্পের কৃষি আয়করের ছাড়ের মেয়াদ বাড়িয়ে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত করা হয়েছে।
৯) নতুন MBBS আসন: রাজ্যে ২৪টি নতুন MBBS আসন স্থাপন করা হয়েছে।
কেন্দ্রীয় সহযোগিতায় অসন্তোষ: বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেন যে কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। রাজ্যের বাজেটে কৃষি শিল্প ও পরিষেবা ক্ষেত্রকে আরও বিস্তৃতভাবে উন্নয়নের জায়গা দেওয়া হয়েছে।বাজেটে সামগ্রিকভাবে কর্মসংস্থান ও উন্নয়নের বিভিন্ন খাতে রাজ্যের উদ্যোগ জারি থাকবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।।

Related Posts

दुर्गापुर मे प्रधानमंत्री नरेंद्र मोदी की सभा…?  18 जुलाई को बंगाल दौरे पर आ सकते हैं पीएम मोदी भाजपा कर्मियों मे भारी उत्साह…

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल : पश्चिम बंगाल मे 18 जुलाई को देश के प्रधानमंत्री नरेंद्र मोदी का एक दिवसीय दौरा होने की खबर ने बंगाल भाजपा खेमे मे…

Read more

दुर्गापुर मे प्रधानमंत्री नरेंद्र मोदी की सभा ? 18 जुलाई को बंगाल दौरे पर आ सकते हैं पीएम मोदी भाजपा कर्मियों मे भारी उत्साह…

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल : पश्चिम बंगाल मे 18 जुलाई को देश के प्रधानमंत्री नरेंद्र मोदी का एक दिवसीय दौरा होने की खबर ने बंगाल भाजपा खेमे मे…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *