টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো আসানসোল স্টেডিয়ামে,মন্ত্রী মলয় ঘটক করলেন উদ্বোধন।

স্পোর্টস সংবাদদাতা, আসানসোল : টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল আসানসোলে। আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয়। ৮ টি দল নিয়ে পঞ্চম বর্ষ দেবব্রত চ্যাটার্জি ও শংকর চ্যাটার্জী স্মরণে এই টুর্নামেন্ট হয়। প্রথম দিনের খেলায় সিদ্ধেশ্বরী ক্রিকেট একাডেমি ১১ রানে জয়লাভ করে, পরাজিত হয় ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব।


সিদ্ধেশ্বরী ক্রিকেট একাডেমী টসে জিতে প্রথম ব্যাট করে। তারা ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান করে। ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কেবলমাত্র 142 রান করতে পারে। ফলে ফ্রেন্ড ইউনাইটেড ক্লাব ১১ রানে পরাজিত হয়। এই খেলা দুটি পরিচালনার দায়িত্বে ছিলেন আমজাদ খান ও সেলিম আকতার এবং স্কোরার ছিলেন মোহন প্রসাদ।


টুর্নামেন্টটি উদ্বোধন করেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায়। এছাড়া স্থানীয় কাউন্সিলর মৌসুমি বোস,শ্রাবণী বিশ্বাস, সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট হরিনারায়ণ মিশ্র, শ্যামল মুখার্জি, পবন গুটগুটিয়া,তুহিন মুখার্জি, উতপল রায় চৌধুরী, সোমেশ্বর দাঁ,নির্মল সরকার,বিনয় মিশ্র,বনশ্রী সেনগুপ্ত, সুমিতা রায় চৌধুরী, জিতেন দাস, মহম্মদ সাহাবাদ।
এদিন অমিত রুদ্র, সৌরভ মিত্র,অমিত সিং,বিশ্বজিৎ দাস,মানস মিত্র দের সম্বোর্ধনা দেওয়া হয়।


															

Related Posts

अचानक रुकी भोजन सेवा से बेहाल असहाय लोग — आसानसोल रेल डिवीजन ने बिना कारण बताए बंद कराया कार्यक्रम

बंगलार जागरण डॉट कॉम संवाददाता शहर के 13 नंबर मोड़ स्थित पुराने रेलवे फायर ब्रिगेड दफ्तर में वर्षों से एक सामाजिक संस्था द्वारा प्रतिदिन दोपहर में सैकड़ों गरीब, बेसहारा और…

Read more

এনুমারেশন ফর্ম নিয়ে জোরকদমে প্রচার—হাউজিং কমপ্লেক্স থেকে গ্রামাঞ্চলে ছুটে বেড়াচ্ছে প্রশাসন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এনুমারেশন ফর্ম কীভাবে সঠিকভাবে পূরণ করতে হবে—তা সাধারণ মানুষকে বোঝাতে এখন জেলা শাসক থেকে আসানসোল মহকুমা প্রশাসন সকলেই গণজাগরণে নেমেছে। শহরের বড় বড় হাউজিং কমপ্লেক্স,…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *