
মহাকুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি হল দুজনের। এই ঘটনায় দুটি পরিবারের চার মহিলা সহ মোট ৬ আহত হয়। আহতরা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। ঘটনা প্রসঙ্গে জানা যায় রাত্রি প্রায় এগারোটা নাগাদ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের ৮ জন একটি জাইলো গাড়ি করে মহামুম্ভে স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজ যাচ্ছিল। আর তারি মাঝে কুলটি থানার চৌরঙ্গী মোড়ে, ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়িটি একটি কন্টেনারের পেছনে লরির ধাক্কায়, ধাক্কা মারলে মর্মান্তিক পরিণতি ঘটে। গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী জানান, গাড়িটি ৭০-৮০ স্পিডে ছিল। একটি লরি তাদের গাড়িকে ধাক্কা মারে।আর তারপর তাদের গাড়িটি, একটি দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মারে। এই ঘটনায় বছর ৬৫ র শান্তনু মুখোপাধ্যায়, ও বছর ৬০ এর
শৈলেন বন্দ্যোপাধ্যায়ের চরম পরিণতি হয়।

সেখানেই আহত হয়, শান্তনু বাবুর ছেলে সৌরভ মুখোপাধ্যায়,তার স্ত্রী মনসা মুখোপাধ্যায়, পুত্রবধু অনন্যা মুখোপাধ্যায় , শৈলেন বাবুর স্ত্রী রূম্পা বন্দ্যোপাধ্যায়, শৈলেন বাবুর নিকট আত্মীয়
শিউলি কর্মকার, ও চালক সোমনাথ চক্রবর্তীর। এরমধ্যে শিউলি কর্মকারের অবস্থা সংকটজনক।
এই ঘটনার পরে ওই দুই ব্যক্তির ময়নাতদন্তের জন্য দেহ দুটিকে আসানসোল জেলা হাসপাতালের মর্গে পাঠায়। সেখানেই আহতরা জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে বলেই জানা গেছে।