নজরে ২০২৬-এর ভোট! বৃহস্পতিবার সর্বস্তরের তৃণমূল নেতৃত্বকে নেতাজি ইন্ডোরে ডাকলেন মমতা, থাকবেন অবিষেক। হতে পারে সংগঠনে রদবদল?

বিধান সভা ভোটের আগে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেটে আগামী এক বছর রাজ্য সরকারের পথ চলার একটি রূপরেখা প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, সেই রূপরেখা কার্যকর করার জন্য বৈঠকে নির্দেশ দিতে পারেন নেত্রী।


তৃণমূলের সর্ব স্তরের নেতাদের সঙ্গে আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে বৈঠকে বসতে চলেছেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর নভেম্বরে জাতীয় কর্মসমিতির বৈঠকেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে, সর্ব স্তরের নেতাদের নিয়ে বৈঠক করবেন। সেইমতো বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বৈঠকে বসার ডাক দিলেন নেত্রী। তৃণমূল সূত্রে খবর, দলের যে সব বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, পদাধিকারীকে বৈঠকে ডাকা হচ্ছে, তাঁদের কাছে দলের তরফে আমন্ত্রণ পাঠানো হচ্ছে। আগামী বছর বিধানসভা ভোটকে নজরে রেখে ইতিমধ্যেই তৃণমূলে কিছু সাংগঠনিক রদবদল হয়েছে। তৃণমূলের একটি সূত্র বলছে, এই বৈঠকের পরে আরও কিছু সাংগঠনিক রদবদল হতে পারে রাজ্যে।
তৃণমূলের সর্ব স্তরের নেতাদের নিয়ে বৈঠক করার কথা আগেই জানিয়েছিলেন নেত্রী মমতা। বিধানসভায় বাজেট অধিবেশনের কারণে সেই বৈঠক কিছুটা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যে, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে হবে সেই বৈঠক। তৃণমূল নেতাদের একটা বড় অংশ মনে করছেন, পরের বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই বৈঠক। তৃণমূল সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন জেলার গুরুত্বপূর্ণ পদাধিকারী, সভাপতি, সাংসদ, বিধায়ক, শাখা সংগঠনের প্রধানদের অনেকেই। যাঁদের উপস্থিত থাকতে বলা হবে, তাঁদের কাছে আমন্ত্রণ পাঠানো হবে দলের তরফে।।
বৈঠকে কী বার্তা দেবেন দলনেত্রী, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হয়ে গেল চলতি মাসে। আগামী বছর ভোটের আগে হবে অন্তর্বর্তী বাজেট। চলতি বছরের পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারের আগামী এক বছরের পথ চলার রূপরেখা প্রকাশ করা হয়েছে। বাজেটের সেই রূপরেখা দল কী ভাবে কার্যকর করবে, প্রচার করবে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে, তা নেতাদের কাছে তুলে ধরতে পারেন মমতা। কী ভাবে উন্নয়নমূলক কাজ করতে হবে, তা নিয়েও বার্তা দিতে পারেন তিনি।
বিধানসভা ভোটের কথা মাথায় রেখে ইতিমধ্যে সাংগঠনিক রদবদল হয়েছে তৃণমূলে। অধ্যাপক, শিক্ষক সংগঠনে রদবদল হয়েছে। তৃণমূলের একটি সূত্র বলছে, আগামী দিনে বেশ কিছু পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে বদল হতে পারে। এই বৈঠকের জন্য সেই বিষয়টি আটকে রয়েছে বলে মত দলের একাংশের। বৈঠকে সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার পরে মার্চের প্রথম সপ্তাহে সেই রদবদল হতে পারে বলেই সূত্রের খবর।।

Related Posts

Earthquake: সকাল ৬:১০, বঙ্গোপসাগরে ভূমিকম্প, কোলকাতা থেকে বর্ধমান কমবেশি কেঁপেছে।

পূর্ব বর্ধমানে ভূমিকম্প।ওড়িশা থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে সমুদ্রগর্ভে হয়েছে ভূমিকম্প,ভারতীয় সময় তখন সকাল ৬ টা বেজে ১০ মিনিট। ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৫। কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা থেকে…

Read more

हावड़ा-पटना-हावड़ा वंदे भारत एक्सप्रेस की लोकप्रियता बढ़ी! बृहस्पतिवार से 16 कोचों के साथ चलेगी।

आसनसोल, 12 फरवरी, 2025: वंदे भारत एक्सप्रेस ट्रेनें, जो पहले से ही यात्रियों की पसंद में तेजी से आगे बढ़ रही हैं, यात्रियों को उच्च स्तर की सुविधा और तेज…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *