
বেশ কয়েকদিন ধরে ট্রেন ধরার হুড়োহুড়ি দেখার পর স্পেশাল ট্রেন দেওয়ার সিদ্ধান্ত নিল আসানসোলের রেল ডিভিশন। আসানসোল রেল ডিভিশন এর মুখ্য জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউরি জানান,

মহাকুম্ভে যাওয়ার জন্য স্পেশাল ট্রেন আসানসোল থেকে দেওয়া হয়েছে।
আজ রবিবার রাত আটটার সময় ট্রেনটি ছাড়বে। আসানসোল রেল স্টেশন থেকে।
ট্রেনে মোট ১৮টি কোচ থাকবে।
সবকটি কোচই সাধারণ (General)শ্রেণীর জন্য।
ট্রেনটিতে এসি বা স্লিপার কোচ থাকবে না।।