
পূর্ব বর্ধমানে ভূমিকম্প।
ওড়িশা থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে সমুদ্রগর্ভে হয়েছে ভূমিকম্প,
ভারতীয় সময় তখন সকাল ৬ টা বেজে ১০ মিনিট। ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৫। কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা থেকে বর্ধামানের বেশিরভাগ অংশে।

উপকূলের জেলায় কম্পনের মাত্রা ছিল বেশি।
রাজ্যের বঙ্গোপসাগর লাগোয়া এলাকায় ৫.১ রিখটার কম্পন। সমুদ্রের ৯১ কিলোমিটার গভীরে কম্পনের উৎস হওয়ায়
রাজ্যের উপকূলের জেলায় কম্পনের স্থায়িত্ব ৪ সেকেন্ড ছিল তবে দক্ষিণের জেলায় কম্পনের স্থায়িত্ব ২ থেকে ৩ সেকেন্ড ছিল।