

ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হলো আসানসোল হস্তশিল্প মেলার বেশ কয়েকটা স্টল। কয়েক মুহূর্তের এই অগ্নিকাণ্ডে হাতের তৈরি বিভিন্ন সামগ্রীর স্টল মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। কয়েকটি স্টলেই পরপর ছড়িয়ে পড়ে আগুন এই আগুনের লেলিহান শিখায় পরপর থাকা স্টল গুলি গ্রাস করে। ঘটনাটি ঘটেছে আসানসোল পোলো গ্রাউন্ডে বুধবার দুপুর ডেরটা নাগাদ। জানা গেছে রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক মলয় ঘটক ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই হস্তশিল্প মেলার উদ্বোধন করেন চলতি মাসের ১ তারিখ।
বুধবার দুপুরে এই হস্ত শিল্প মেলার খাবারের স্টলে হঠাৎ করেই আগুন লেগে যায়। তারপর হাতের কাজ করা কাঠের দোকান সহ নানান সামগ্রী থাকা স্টলে আগুন লেগে যায় আর এসময়ই দমকা হাওয়া চলার সময় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্য সমস্ত স্টল গুলিতে। আগুন লাগার বিষয়টি লক্ষ্য করে দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলেও দমকল বিভাগ ঘটনাস্থলে অনেক দেরিতে এসে পৌঁছয় বলেই অভিযোগ। অনেকের দাবি প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছন। এছাড়া ফায়ার এক্সটিঙ্গুইজার ( Fire Extinguisher ) ও ভালোভাবে কাজ করেনি বলে অভিযোগ। এর জেরেই আগুন আরও ছড়িয়ে যায়। প্রথম পর্যায়ে স্থানীয়রা আগুন নেভানোর জন্য তৎপর হয় তবে পরবর্তীতে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আসানসোলের মতো ঘন জনবসতিপূর্ণ এলাকার কাছেই চলা এই মেলায় কিভাবে এত ভয়াবহ আগুন লাগল ও কেনই বা তা দ্রুত নেভানো গেল না সে সকল নিয়ে নানান প্রশ্ন উঠে এসেছে। জানা গেছে এই অগ্নিকাণ্ডের জেরে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনার খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বরা উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে। এখন দেখার কিভাবে এই আগুন লেগেছে ও কেনই বা তা দ্রুত নিয়ন্ত্রণ করা গেল না সেই বিষয়টি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দীক্ষা সেরপা জানান পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। দমকল বাহিনীর কোন গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দমকল বাহিনীর আধিকারিক দেবায়ন পোদ্দার বলেন ফায়ারের সমস্ত ব্যবস্থা ছিল তাও এইভাবে কেন আগুন ছড়াল তা খতিয়ে দেখা হচ্ছে। দেরিতে দমকল আসার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন খবর পাওয়ার পর আসতে যত দেরি হয়েছে। স্টান্ডবাই দমকল কেন ছিল না? এই প্রশ্ন করায় তিনি বলেন, সেটা কাগজপত্র খতিয়ে দেখেই বলা যাবে।।