
বাঙ্গলার জাগরন সংবাদদাতা
আসানসোলে ফের গাঁজা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ ও আসানসোল দক্ষিন থানার পুলিশ পাচারের সময় ১০ কেজি গাঁজা আটক করল। পুলিশ সূত্রে জানা গেছে কুমারপুর এলাকায় জিটি রোডে একটি স্কুটিতে গাঁজা পাচারের সময় পুলিশি অভিযানে ধরা পড়ে যায়। এই ঘটনায় এক মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে ধৃতদের নাম অনিল কুমার সিং,
জামুরিয়া বট তোলা নামো পাড়ার বাসিন্দা, নেহা আধিকারি(১৯) বগড়াচটি বাসিন্দা ও অরুনেশ চৌধুরী কুলটির বাসিন্দা।
বিপুল পরিমানে কোথা থেকে আনা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিন থানার পুলিশ।।