
বাঙ্গলার জাগরন সংবাদদাতা

বৃহস্পতিবার অন্ডালের সিদুলি চার নম্বর এলাকায় ঠিকা শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হল তার নিজের বাড়িতেই। রহস্যজনক এই ঘটনায় শোকের ছায়া মৃতর পরিবারে। মৃত ঠিকা শ্রমিকের নাম বাচ্চু ভূঁইয়া, বয়স আনুমানিক ৪০ বছর। স্থানীয় সূত্রে জানা যায় বাচ্চু এলাকায় একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতো। মৃত ঠিকা শ্রমিকের ভাই প্রদীপ ভূঁইয়া জানান,
বৃহস্পতিবার তার দাদা নিজের কাজ থেকে বাড়ি ফিরে এসেছিল। এমনিতেই বাড়িতে কোন অশান্তি বা ঝগড়া ঝামেলা হয়নি। খাওয়া-দাওয়ার পর বাচ্চু তার নিজের শোবার ঘরে শুতে যায়। কোন কারণবশত বেশ কিছুক্ষণ পর বাচ্চুর মা বাচ্চুকে ডাকতে গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায়, সাড়া পাওয়া না যাওয়ায় সন্দেহ হলে পাড়ার লোকজনদের ডাকাডাকি করে। পরে পাড়ার লোকজন এবং বাচ্চুর ভাই প্রদীপ এসে জানালা দিয়ে দেখে তার দাদার ঝুলন্ত দেহ। খবর দেওয়া হয় অন্ডাল থানার বন বহাল ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।