
বাঙ্গলার জাগরন সংবাদদাতা
দলীয় সভায় ভুতুড়ে ভোটার নিয়ে হুমকির শুর তৃণমুল জেলা সভাপতি ও বিধায়ক নরেন চক্রবর্তীর গলায়, গতকাল পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহায় একটি দলীয় বৈঠকে তিনি বলেন ভুতুড়ে ভোটাররা ভোট দিতে গেলে তাদের হাত-পা আস্ত থাকবে কি? এর পাশাপাশি তিনি আবাস যোজনায় কাঠমানি ও ঐ এলাকার কল কারখানায় স্থানীয়দের লোক নিয়োগ নিয়েও স্বরব হন, এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিরোধীরা বলছেন এটাই তৃণমূলের চরিত্র।

নিজেদের অস্তিত্ব বজায় রাখতে কথা বলছেন বিধায়ক তথা জেলা সভাপতি, বলে দাবি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের । পাল্টা নিজের স্বপক্ষে বলতে গিয়ে নরেন চক্রবর্তী দিন বলেন কথার ভুল ব্যাখ্যা হচ্ছে। অন্য রাজ্যর বাসিন্দা এ রাজ্যে যদি তাদের ভুয়ো নাম থাকে ভোটার লিস্টে তাদের বিরুদ্ধে তৃণমূল কর্মীরা রুখে দাঁড়াবে।