
বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
বসন্ত মহোৎসব উপলক্ষে আসানসলের মহিশীলা কলোনিতে বিশাল আকারের শোভাযাত্রা বের হয়।
এই শোভাযাত্রায় কচিকাঁচা থেকে শুরু করে পুরুষ মহিলা সকলেই উপস্থিত হয়। মহীশিলা সোনালী সব পেয়েছি আসরের পক্ষ থেকে হয় এই শোভা যাত্রা।

ব্যন্ড বাজা নিয়ে আবির খেলতে খেলতে এই শোভাযাত্রা মহীশিলা কলোনী প্রদক্ষিণ করে। তিন দিন ব্যাপি চলবে এই বসন্ত উৎসব। নাচ গান কবিতাতে মেতে ওঠবে এলাকা। নেতা ও মন্ত্রীরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।।
