আসানসোল বাজার থেকে হোলসেল মার্কেট স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু।

বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল আসানসোলের জিটি রোডের মেন বাজার থেকে পাইকারি বাজার বা হোলসেল মার্কেট কালীপাহাড়িতে স্থানান্তরিত করা হবে। অবশেষে তা হতে চলেছে। আসানসোল মেন বাজার থেকে সরছে সবধরনের হোলসেল মার্কেট।
পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল পুরনিগম যৌথ ভাবে সেই মার্কেট স্থানান্তরের প্রক্রিয়া শুরু করতে চলেছে।


বুধবার আসানসোলে জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম সভাপতিত্বে এই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ও জেলা প্রশাসনের আধিকারিকরা ।।
পরে এই সম্পর্কে সাংবাদিকদের ওয়াসিমুল হক ও গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, আগামী ১৮ মার্চ আসানসোলের সার্কিট হাউসে ফলের পাইকারি বাজার ও হোলসেল মার্কেট কালীপাহাড়িতে স্থানান্তরিত করার জন্য লটারি হবে। ১৮ মার্চ প্রথম পর্যায়ে ৩০ জনের জন্য এই লটারি হবে। তারপর ২০ এপ্রিলের মধ্যে তাদেরকে কালিপাহাড়িতে স্থানান্তরিত করা হবে। এই বিষয়ে গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, এর পরে সবজি বাজার এবং মাছের বাজারও আসানসোল বাজার এলাকা থেকে কালীপাহাড়িতে স্থানান্তরিত করা হবে।
তিনি স্পষ্টভাবে বলেন আসানসোল বাজারে কোনও পাইকারি বাজার থাকতে দেওয়া হবে না। সবগুলিকে কালীপাহাড়িতে স্থানান্তরিত করা হবে। এটাই জেলা প্রশাসন ও আসানসোল পুরনিগমের সিদ্ধান্ত।।

প্রসঙ্গতঃ, আসানসোল বাজারে এই হোলসেল মার্কেট থাকার জন্য সাধারণ মানুষদেরকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। বিশেষ করে রাত থেকে সকাল নটা পর্যন্ত। জিটি রোডে বড় বড় গাড়ি দাঁড়িয়ে থাকায় যানজট হয়। ছোট গাড়ি যাতায়াত করতে পারে না। এখন দেখার কবে নাগাদ এই কাজ সম্পূর্ণ হয়।।

Related Posts

নিয়ামতপুরে ফায়ার ব্রিগেড সেন্টার করার দাবি।

বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা কুলটির নিয়ামতপুর বাজারে জুতা ও মোবাইলের দোকানে আগুন লেগার পর আন্দোলনে সিপিআই এম। আসানসোল থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে অনেক দেরি হয়েছে। সেটাই স্বাভাবিক। যার…

Read more

ডেঙ্গু মোকাবিলা করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারি দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে জেলা শাসক।

বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা বর্ষাকাল এলেই ডেঙ্গু প্রায় মহামারী আকার ধারণ করে। মশা বাহিত এই রোগের সঙ্গে মোকাবিলা করার জন্য পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে। আসানসোল এবং…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *