
বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
বর্ষাকাল এলেই ডেঙ্গু প্রায় মহামারী আকার ধারণ করে। মশা বাহিত এই রোগের সঙ্গে মোকাবিলা করার জন্য পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে। আসানসোল এবং দুর্গাপুরের সমস্ত সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পোন্নাবালামের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
ইস্টার্ন কোল ফিল্ডস লিমিটেড, ডিভিসি,উ আইএসপি, ডিপিএল-এর মতো জাতীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন, যেখানে আসন্ন বর্ষায় ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনামা দেওয়া হয়।

এ বিষয়ে ডিএম বলেন, বর্ষাকালে ডেঙ্গু যাতে মারাত্মক আকার ধারণ না করে সেজন্য স্বাস্থ্য বিভাগ, গ্রামীণ নগরোন্নয়ন দফতর ইত্যাদি থেকে জেলা প্রশাসনকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানার জন্য এদিন এই বৈঠকের আয়োজন করা হয়েছে। নিজ নিজ এলাকায় ডেঙ্গু প্রতিরোধের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো গ্রহণ করুন, যেমন- কোথাও জল জমা হতে দেবেন না, পরিচ্ছন্নতা বজায় রাখুন, এইসব প্রতিষ্ঠানের কোয়ার্টার ও অফিস পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দিন।।