মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক মাতলেন বসন্ত উৎসবে।

বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা

মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক সকাল বেলায় পাড়ার মহিলাদের সঙ্গে নিয়ে বসন্ত উৎসব পালন করলেন। গানের তালে তালে নৃত্য করেন সকলেই।

আসানসোল রবীন্দ্র ভবনের সামনে থেকে পুরো এলাকাটা প্রদক্ষিণ করেন। পরে আবির খেলার মাধ্যমে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সকল মহিলারা। সুদেষ্ণা ঘটক বলেন প্রত্যেক বছরের মত এ বছরও তারা সকলে মিলে বসন্ত উৎসব পালন করলেন। পথ চলতি সাধারণ মানুষদেরও তাতে সামিল করেন। রংয়ের মাধ্যমে সকলেই যেন মিলেমিশে একাকার হয়ে যায়, ভগবানের কাছে এই প্রার্থনা করলেন।।

Related Posts

আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ছক! আসানসোলে এসটিএফের জালে ধরা পড়ল পাচারকারী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা মালদা থেকে আসানসোলগামী একটি সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ঘটনায় হাতেনাতে ধরা পড়েছে এক পাচারকারী। বৃহস্পতিবার সকালে জুবলী মোরে আসানসোল…

Read more

চিনাকুড়ি কয়লাখনিতে ৫৫ শ্রমিকের পুনর্বহাল ও স্থানীয় নিয়োগের দাবিতে বিক্ষোভ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ৫৫জন শ্রমিককে কাজে পুর্নবহাল এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে আসানসোলের কুলটির চিনাকুড়ি একটি বেসরকারী কয়লাখনিতে বিক্ষোভ দেখাল এলাকাবাসী।বৃহস্পতিবার সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *