
বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক সকাল বেলায় পাড়ার মহিলাদের সঙ্গে নিয়ে বসন্ত উৎসব পালন করলেন। গানের তালে তালে নৃত্য করেন সকলেই।

আসানসোল রবীন্দ্র ভবনের সামনে থেকে পুরো এলাকাটা প্রদক্ষিণ করেন। পরে আবির খেলার মাধ্যমে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সকল মহিলারা। সুদেষ্ণা ঘটক বলেন প্রত্যেক বছরের মত এ বছরও তারা সকলে মিলে বসন্ত উৎসব পালন করলেন। পথ চলতি সাধারণ মানুষদেরও তাতে সামিল করেন। রংয়ের মাধ্যমে সকলেই যেন মিলেমিশে একাকার হয়ে যায়, ভগবানের কাছে এই প্রার্থনা করলেন।।