
বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
আদিবাসী নাবালিক মেয়েকে যৌন হেনস্তার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে আসানসোল পস্কো আদালতে পাঠালো পুলিশ।

আসানসোল উত্তর থানার অন্তর্গত পাঁচগেছিয়া কদম ডাঙ্গায় এক আদিবাসী মেয়েকে অভিযুক্ত যুবকেরা তাড়া করে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। দুজনের নামে অভিযোগ দায়ের হয়েছে আসানসোল উত্তর থানায় বলে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে জগন্নাথ রুইদাসকে গ্রেফতার করে আসানসোল আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্য অভিযুক্ত বাপি রায় এর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইতিমধ্যে এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, তাকে হেপাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি চালাবে পুলিশ।
এই ঘটনার পর আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা এর প্রতিবাদে আন্দোলনে যাবে বলে জানিয়েছে আদিবাসী নেতা মোতিলাল সরেন।।