
বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
কো কনভেনার কে করা হল আসানসোল জেলা সভাপতি। গোষ্ঠী দন্ধ আটকানোর জন্যই রাজ্য স্তরের নেতাকে দায়িত্ব দেওয়া হলো জেলার! রাজ্য জুড়ে বেশির ভাগ ক্ষেত্রেই দলের কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে! দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ কিছু জেলায় সভাপতি পদে এভাবেই বদল করেছে বিজেপি। তাৎপর্যপূর্ণ ভাবে, ২৫টি জেলায় দলের ‘নীতি’ মেনেই বিধায়কদের সভাপতির দায়িত্ব দেননি বিজেপি শীর্ষ নেতৃত্ব।।


দোলের দিন, শুক্রবার রাতে দলের ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ২৫টি জেলার সভাপতিদের নাম ঘোষণা করল বিজেপি। এর মধ্যে নতুন নাম ১৭টি। বিজেপি সূত্রের বক্তব্য, সাংগঠনিক জেলার মধ্যে ৫০% বা তার বেশি সভাপতি ঠিক হয়ে গেলে দলের রাজ্য সভাপতি ঘোষণায় নিয়মের বাধা থাকে না। জেলা সভাপতিদের প্রাথমিক তালিকা প্রকাশের পরে এ বার বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা নিয়ে জল্পনা বাড়ল। বিজেপির তালিকা অনুযায়ী, দক্ষিণবঙ্গের আসানসোল, কলকাতা উত্তর শহরতলি, হাওড়া সদর-সহ কয়েকটি সাংগঠনিক জেলায় সভাপতি পদে বদল হয়েছে। একই ভাবে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদহ উত্তর ও দক্ষিণের মতো উত্তরবঙ্গের বিভিন্ন সাংগঠনিক জেলায় সভাপতি পদে পরিবর্তন এসেছে। সূত্রের খবর, উত্তর দিনাজপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, আলিপুরদুয়ারের মতো বেশ কিছু জেলায় ঐকমত্য না হওয়ায় মনোনয়ন জমা পড়েনি। আর সাংগঠনিক রীতি মেনে ৫০% মণ্ডল তৈরি না হওয়ায় ব্যারাকপুর, যাদবপুর, বনগাঁ ও দার্জিলিঙে জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়নি।।