
বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
নাবালিক আদিবাসী মেয়েকে শ্রীলতা হানীর ঘটনায় বাপি রায়কে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ।

এটা নিয়ে তৃতীয় অভিযুক্ত কে গ্রেফতার করল পুলিশ।
আদিবাসী সম্প্রদায়ের মানুষজন থানায় বিক্ষোভ করে দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে চারজন মধ্যপ যুবক আদিবাসী যুবককে শীলতাহানি করেছে বলে তার পরিবারের লোক থানায় অভিযোগ জানিয়েছে পুলিশ ঘটনার দিনই একজনকে গ্রেফতার করেছিল। তার পরের দিন আরেকজনকে গ্রেফতার করে বাকি দুজন এলাকার ছেড়ে দিন রাজ্যের গা টাকা দিয়েছিল তাদেরকেও গ্রেফতার করার দাবি জানিয়ে আসানসোল উত্তর থানায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বটি কেঁদে কুড়ুল লাঠি ঝাঁটা বারুন নিয়ে আন্দোলন ও রাস্তা অবরোধ করে সেদিন পুলিশ পাঁচ দিনের মধ্যে বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিল শেষ পর্যন্ত তিনজন অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ বাকি একজনকে পুলিশ দু-একদিনের মধ্যেই গ্রেফতার করে নেবে বলে জানিয়েছে পুলিশ।।