সর্বশিক্ষা মিশন: টাকা লোপাট করে পুনরায় স্কুলে যোগদান, করল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অবিভাবকদের বিক্ষোভ, গেটে তালা।

বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। অভিযুক্ত শিক্ষক স্কুল আশায় ক্ষোভ অভিভাবকদের। স্কুল চলাকালীন স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের।স্কুলের ভেতরেই পড়ুয়া থেকে শিক্ষকরা। আসানসোলের উত্তর থানার বাবুতলাব কাজী নজরুল ইসলাম উর্দু ফ্রি প্রাইমারি স্কুলের ঘটনা।

জানা গিয়েছে বছর দেড়েক আগে স্কুল তহবিল থেকে জাল সই করে একাধিকবার ব্যাংক থেকে প্রায় 7 লক্ষ টাকা তুলে নেওবার অভিযোগ ওঠে স্কুলেরই তৎকালীন টিচার ইনচার্জ সৈয়দ আলম কাদরীর বিরুদ্ধে।এই ঘটনার পর ওই সময় সৈয়দ আলম কাদরির বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। তারপরেও পুর্ন বহালের চিঠি নিয়ে স্কুলে পুনরায় জয়েন করায় অভিভাবকদের অভিযোগ কিভাবে একজন অভিযুক্ত শিক্ষক যার বিরুদ্ধে কোন তদন্ত না করে পুনরায় স্কুলে আসতে পারে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন।তাই এদিন স্কুল চলাকালীন স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে অভিভাবকরা।যদিও শিক্ষক সৈয়দ আলম কাদরী বলেন তিনি এতদিন ব্যক্তিগত ছুটিতে ছিলেন।কেন এই বিক্ষোভ করছে তা জানা নেই।

Related Posts

अचानक रुकी भोजन सेवा से बेहाल असहाय लोग — आसानसोल रेल डिवीजन ने बिना कारण बताए बंद कराया कार्यक्रम

बंगलार जागरण डॉट कॉम संवाददाता शहर के 13 नंबर मोड़ स्थित पुराने रेलवे फायर ब्रिगेड दफ्तर में वर्षों से एक सामाजिक संस्था द्वारा प्रतिदिन दोपहर में सैकड़ों गरीब, बेसहारा और…

Read more

এনুমারেশন ফর্ম নিয়ে জোরকদমে প্রচার—হাউজিং কমপ্লেক্স থেকে গ্রামাঞ্চলে ছুটে বেড়াচ্ছে প্রশাসন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এনুমারেশন ফর্ম কীভাবে সঠিকভাবে পূরণ করতে হবে—তা সাধারণ মানুষকে বোঝাতে এখন জেলা শাসক থেকে আসানসোল মহকুমা প্রশাসন সকলেই গণজাগরণে নেমেছে। শহরের বড় বড় হাউজিং কমপ্লেক্স,…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *