Jamalpur এ পঞ্চম দোল অনুষ্ঠিত হলো।

বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা

মথুরা বৃন্দাবনের প্রথা মেনে আনুমানিক ৫০০বছরের পুরনো মদন গোপালের পঞ্চম দোল অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমানের জামালপুরের দোল তলায় আনুমানিক এই গোপাল জিউ কে নিয়ে সেবায়েতরা পঞ্চম দোলের দিন আবীর খেলায় মাতোয়ারা হয়। চিরাচরিত প্রথা মেনে প্রায় ১৫০ বছরের সময় কাল ধরে এই আবির খেলায় মাতোয়ারা হচ্ছে বলে জানিয়েছেন তারা।


সেবায়েতের পক্ষ থেকে জানানো হয়, শ্রী চৈতন্য দেবের ভক্তি আন্দোলনের সময় কাল থেকে এই পঞ্চম দোল অনুষ্ঠিত হচ্ছে বৃন্দাবনের রীতিমতো। কথিত আছে, অধিকারী পরিবারে এই মদন গোপাল ছিল। সেই সময়ে সেবায়েত বংশের কাছে স্বপ্নদেশ পাবার পর প্রতিষ্ঠা করে অন্ন ভোগের ব্যবস্থা করা হয়। ব্রাহ্মণ বংশের এই পঞ্চম দোল কে কেন্দ্র করে মাতোয়ারা হয় জামালপুরের বাসিন্দারা। জামালপুরে জোড়া রাধা বল্লভের দোল, বৃন্দাবনের দোলের পর এই প্রাচীন কাল ধরে হয়ে আসা মদন গোপালের পঞ্চম দোলকে কেন্দ্র করে উন্মাদনা থাকে। এই দোল বংশ পরম্পরায় একই রীতি মেনেই হয়ে আসছে বলে জানা যায়।

Related Posts

মহরমে সুতি ও পূর্ব বর্ধমানে উত্তেজনা: তৃণমূল নেতা আক্রান্ত, দোকান ভাঙচুর, থানায় তাজিয়া নিয়ে বিতর্ক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা মুর্শিদাবাদ/পূর্ব বর্ধমান, ৬ জুলাই ২০২৫: মহরম উপলক্ষে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায় সাম্প্রতিক ঘটনাগুলি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। মুর্শিদাবাদের সুতি-২ ব্লকে অস্ত্র…

Read more

কাটোয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ: একজনের মৃত্যু, তিনজন আহত, পুলিশ তদন্তে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বর্ধমান, ৫ জুলাই ২০২৫: পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজৌয়া গ্রামে শুক্রবার রাতে পরপর দুটি ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *