
বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
মথুরা বৃন্দাবনের প্রথা মেনে আনুমানিক ৫০০বছরের পুরনো মদন গোপালের পঞ্চম দোল অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমানের জামালপুরের দোল তলায় আনুমানিক এই গোপাল জিউ কে নিয়ে সেবায়েতরা পঞ্চম দোলের দিন আবীর খেলায় মাতোয়ারা হয়। চিরাচরিত প্রথা মেনে প্রায় ১৫০ বছরের সময় কাল ধরে এই আবির খেলায় মাতোয়ারা হচ্ছে বলে জানিয়েছেন তারা।

সেবায়েতের পক্ষ থেকে জানানো হয়, শ্রী চৈতন্য দেবের ভক্তি আন্দোলনের সময় কাল থেকে এই পঞ্চম দোল অনুষ্ঠিত হচ্ছে বৃন্দাবনের রীতিমতো। কথিত আছে, অধিকারী পরিবারে এই মদন গোপাল ছিল। সেই সময়ে সেবায়েত বংশের কাছে স্বপ্নদেশ পাবার পর প্রতিষ্ঠা করে অন্ন ভোগের ব্যবস্থা করা হয়। ব্রাহ্মণ বংশের এই পঞ্চম দোল কে কেন্দ্র করে মাতোয়ারা হয় জামালপুরের বাসিন্দারা। জামালপুরে জোড়া রাধা বল্লভের দোল, বৃন্দাবনের দোলের পর এই প্রাচীন কাল ধরে হয়ে আসা মদন গোপালের পঞ্চম দোলকে কেন্দ্র করে উন্মাদনা থাকে। এই দোল বংশ পরম্পরায় একই রীতি মেনেই হয়ে আসছে বলে জানা যায়।