
বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
বার্নপুর, ২৮ শে মার্চ
বেকারি দিবস উপলক্ষে সিপিআইএমের যুব সংগঠনের অবস্থান বিক্ষোভ। সি আই টি ইউ কে সঙ্গে নিয়ে ডি ওয়াই এফ আই সেল আই এস পির আধিকারিকদের দিলেন স্মারক লিপি। স্থানীয় অভিজ্ঞ যুবক ও যুবতীদের কেন্দ্রীয় সরকারি সংস্থা সেল আইএসপিতে চাকরি দিতে হবে এই দাবি নিয়ে এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয় আসানসোলের সেল আই এস পির ইস্কো বার্ণপুরের এমডি অফিসের সামনে।

সিটু নেতা পার্থ মুখোপাধ্যায় জানান তৃনমুল কংগ্রেসের কয়েকজন মিলে সকালে ইস্কো আধিকারিকদের সঙ্গে গোপনে দেখা করেন। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করার ক্ষমতা নেই।
এখানে যুব ও সিটু যৌথ ভাবে তাদের দাবির কথা জানাচ্ছে। যোগ্যতা অনুযায়ী স্থানীয়দের চাকরি না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।