RAIL: অখিলেশ মিশ্রা ধনবাদের নতুন মণ্ডল রেল প্রবন্ধক, চ্যালেঞ্জিং দায়িত্বের জন্য প্রস্তুত।

বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা

ধনবাদ, ৩০ মার্চ ২০২৫ : অখিলেশ মিশ্রাকে ধনবাদ রেল মণ্ডলের নতুন মণ্ডল রেল প্রবন্ধক (ডিআরএম) হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি বিদায়ী ডিআরএম কমল কিশোর সিনহার স্থলাভিষিক্ত হবেন। বর্তমানে অখিলেশ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় (এফসিআই) এক্সিকিউটিভ ডিরেক্টর (পার্সোনাল) পদে প্রতিনিযুক্তিতে কর্মরত ছিলেন। ১৯৯৫ ব্যাচের ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং (আইআরএসএমই) এর এই কর্মকর্তা ১৯৯১ সালে ইউপিএসসি-র স্পেশাল ক্লাস রেলওয়ে অ্যাপ্রেন্টিস (এসসিআরএ) পরীক্ষায় সফলতা অর্জন করেছিলেন।


মূলত পশ্চিম রেলওয়ে ক্যাডারের অখিলেশ মিশ্রা এসসিআরএ-র পর বিহারের জামালপুরে ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ মেকানিকাল অ্যান্ড ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং (আইআরআইএমইই) থেকে ইঞ্জিনিয়ারিংয়ে বিই ডিগ্রি অর্জন করেন। সে সময় জামালপুরে যুক্তরাজ্য কাউন্সিলের তত্ত্বাবধানে এই ডিগ্রি প্রদান করা হতো। পরবর্তীতে বিআইটি মেসরা, রাঁচি থেকে এসসিআরএ প্রার্থীদের বিই ডিগ্রি দেওয়া শুরু হয়।
রেলে অখিলেশের যাত্রা
অখিলেশ মিশ্রা রেলওয়ে ক্যারিয়ার শুরু করেন পশ্চিম রেলওয়ের রতলাম ডিভিশনে সহকারী যান্ত্রিক প্রকৌশলী (এএমই) হিসেবে। জামালপুরে তিনি সহকারী কর্মশালা প্রবন্ধক (এডব্লিউএম) হিসেবে ক্রেন ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কাজ করেছেন। লখনউ রেল মণ্ডলে তিনি সিনিয়র ডিএমই হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিভিন্ন স্থানে তিনি ডেপুটি সিএমই হিসেবে কাজ করেছেন। লখনউতে আরডিএসও-তে তিনি ডিরেক্টর রিসার্চ মেকানিকাল এবং ডিরেক্টর মোটিভ পাওয়ারের পদে ছিলেন। রেলওয়ে বোর্ডেও তিনি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এফসিআই-এর আগে তিনি আইসিএফ কোচ ফ্যাক্টরি, কপুরথলায় ডিরেক্টর ছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে তাকে এফসিআই-তে প্রতিনিযুক্তিতে পাঠানো হয়।
পিতা ছিলেন সেনায়, শিক্ষা আর্মি স্কুলে
১৯৭২ সালের ২৪ জুন জন্মগ্রহণকারী অখিলেশ মিশ্রার প্রাথমিক শিক্ষা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কালিম্পং থেকে শুরু হয়। তাঁর পিতা সেনাবাহিনীর অফিসার ছিলেন। পিতার পোস্টিংয়ের সঙ্গে সঙ্গে তিনি দেশের বিভিন্ন শহরের স্কুলে পড়াশোনা করেন। সেকেন্দ্রাবাদ, পুনে, জয়পুর এবং দিল্লির স্কুলে তিনি দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করেন। এরপর তিনি এসসিআরএ পরীক্ষায় উত্তীর্ণ হন। রেলওয়ে বোর্ড তাঁর বিশেষ অভিজ্ঞতার জন্য তাঁকে মরিশাসেও পাঠিয়েছিল।
ধনবাদে কাজ একটি বড় চ্যালেঞ্জ: অখিলেশ
‘হিন্দুস্তান’-এর সঙ্গে কথোপকথনে অখিলেশ মিশ্রা জানান, লোডিংয়ের ক্ষেত্রে ধনবাদ ডিভিশন দেশের শীর্ষে। এই মণ্ডলের নেতৃত্ব দেওয়া তাঁর কাছে একটি বড় চ্যালেঞ্জ। ধনবাদের সর্বোচ্চ কার্যক্ষমতা বজায় রাখতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। জামালপুরে থাকাকালীন তিনি ধনবাদ মণ্ডলের বরকাকানা-সহ বিভিন্ন স্থানে বহুবার এসেছেন। তাঁর কাছে ধনবাদ অচেনা নয়।

Related Posts

কোলকাতা ও ধানবাদে ইডির হানা, বড় কয়লা ব্যবসায়ীদের একাধিক ঠিকানায় তল্লাশি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ধনবাদে ফের বড়সড় অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার সকালে কোলকাতা ও ধনবাদ শহরের বিশিষ্ট কয়লা ব্যবসায়ী লালবাবু সিং ও তাঁর ভাই কুম্ভনাথ সিংয়ের…

Read more

‘রেলওয়ান’ অ্যাপ এখন হাতের মুঠোয় — বুকিং, ট্র্যাকিং, খাবার অর্ডার সব একসঙ্গে!

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল, ১৩ নভেম্বর ২০২৫:ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে যাত্রীদের আরও উন্নত ও আধুনিক পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগ শুরু করেছে এক বিশেষ সচেতনতামূলক অভিযান।…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *