
বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
ইসিএলের কয়লাখনিতে বিস্ফোরণের জেরে ধসে পড়লো বাড়ির সীমানার পাঁচিল।এমনি অভিযোগ তুললো ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা।আসানসোলের জামুরিয়ার কাটাগড়িয়ার ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার নর্থ সিয়ারশোল খোলামুখ খনির ঘটনা।ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের অভিযোগ নর্থ সিয়ারশোল খোলামুখ খনিতে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণের জেরে বাড়িতে কম্পন অনুভুত হয়।

এমনকি বাড়িতে ফাটল দেখা দিয়েছে।তবে এবারেরও বিস্ফোরণের বাড়ির সীমানার পাঁচিল ধসে পড়ে।এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসিএলের আধিকারিকরা।ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের দাবি পুনরায় যাতে এই ধরনের না ঘটে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে।এমনকি কয়লাখনিতে বিস্ফোরণ বন্ধের দাবি জানিয়েছেন।