সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেপ্তারের দাবি তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিষেকও করেন কটাক্ষ।

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে এখনই গ্রেপ্তারের দাবি তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার দুর্গাপুরের বিধাননগর সান্টোস ক্লাবের মাঠে মর্নিং ওয়াকে এসে মন্তব্য করেন দিলীপ ঘোষ।

তিনি বলেন সিদ্দিকুল্লা চোধুরীদের মতো সাম্প্রদায়িক লোকদের কাঁধে ভর করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, আর তাই নিরুপায় হয়ে এদেরকে মাথায় করে রেখেছেন, দেশদ্রোহীতার আইনে সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেপ্তারের দাবি দিলীপ ঘোষের। এইদিন বিধাননগরের মর্নিং ওয়াকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন, আর এখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ ঘোষ, বলেন,অভিষেক তো বলেছিলেন কপালে নাকি গুলি করতেন, আজ ওনার রক্ত ঠান্ডা হয়ে গেছে, দম থাকে তো মুর্শিদাবাদে গিয়ে গুলি করার কথা বলুন, সিংহাসন টলে যাবে রাস্তায় নেমে আসবে অভিষেক আর সেই ভয়ে উনি চুপ, দুর্গাপুর থেকে অভিষেক কে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য পাওয়া গেলেই আপডেট করে দেওয়া হবে।।

Related Posts

আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ছক! আসানসোলে এসটিএফের জালে ধরা পড়ল পাচারকারী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা মালদা থেকে আসানসোলগামী একটি সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ঘটনায় হাতেনাতে ধরা পড়েছে এক পাচারকারী। বৃহস্পতিবার সকালে জুবলী মোরে আসানসোল…

Read more

চিনাকুড়ি কয়লাখনিতে ৫৫ শ্রমিকের পুনর্বহাল ও স্থানীয় নিয়োগের দাবিতে বিক্ষোভ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ৫৫জন শ্রমিককে কাজে পুর্নবহাল এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে আসানসোলের কুলটির চিনাকুড়ি একটি বেসরকারী কয়লাখনিতে বিক্ষোভ দেখাল এলাকাবাসী।বৃহস্পতিবার সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *