
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
রামনবমী উপলক্ষে লাগানো ঝান্ডা খুলে ফেলা হয়েছিল পাবলিক বাস থেকে। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেই এবার আসরে নামল বিজেপির যুব মোর্চা। রানীগঞ্জ বাজার এলাকায় জাতীয় সড়কের প্রতিটি গাড়িতে লাগানো শুরু হল হনুমান জয়ন্তি উপলক্ষে ঝান্ডা।

কলকাতায় যখন একশ্রেণীর মানুষ গাড়ি থেকে খুলে ফেলছে রামনবমী উপলক্ষে ঠান্ডা তখনই এই ঘটনার প্রতিবাদে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে গাড়িতে লাগানো হচ্ছে হনুমান জয়ন্তীর উপলক্ষে ঝান্ডা। বিজেপি যুব মোর্চার অভিযোগ যেইভাবে গেরুয়া ঝান্ডা গাড়ি থেকে খুলে ফেলা হয়েছে তাতে আঘাত পেয়েছে হিন্দু সনাতনী ধর্মের মানুষরা। তাই পাল্টা এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি তাঁদের।