
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
বিজেপি ও সিপিআই এমের যৌথ ষড়যন্ত্রে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গেল কেন জবাব দাও? এই স্লোগান তুলে তৃণমূল কংগ্রেস ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে প্রতিবাদে ধিক্কার মিছিল করে।

আসানসোলের আশ্রম মোড় থেকে মিছিল করে রাহালেন তৃণমূল কংগ্রেসের কার্যালয় প্রযন্ত এসে শেষ হয়। সেখানে এক পথ সভারও হয়। কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে এই মিছিলে উপস্থিত ছিলেন ডেপটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদ গুরুদাস চ্যাটার্জী, জেলা ছাত্র সংগঠনের সভাপতি অভিনব মুখার্জী সহ অন্যান্য তৃনমুল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা।