
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
দুর্গাপুর, ১৯ এপ্রিল ২০২৫
দুর্গাপুরের নামকরা বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে শুক্রবার রাতে গুলি চালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। এরপর দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মূল অভিযুক্ত তাপস রায় সহ চারজনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ, উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটিও। ধৃতদের নাম তাপস রায়, অমিত কর্মকার, অনিমেষ পাল ও অজিত হাজরা। শনিবার ধৃতদের দুর্গাপুর মহাকুম আদালতে তোলা হবে পুলিশ জানিয়েছে।

থমথমে হাসপাতালের এমারজেন্সি : ছবি নিজস্ব
জানা গেছে, শুক্রবার রাতে একটি পরিবারের ৫-৬ জন সদস্য হাসপাতালে ভর্তি এক রোগীর সঙ্গে একসঙ্গে দেখা করতে চান। হাসপাতালের নিয়ম অনুযায়ী এতজনের একসঙ্গে প্রবেশের অনুমতি না থাকায় নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেন। এই নিয়ে তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হলে রোগীর এক আত্মীয় নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়েন। এই ঘটনায় হাসপাতালের কর্মী ও রোগীরা চরম আতঙ্কিত হয়ে পড়েন।
নিরাপত্তা রক্ষীদের দাবি, তাদের বাধা দেওয়ার সময় ওই ব্যক্তি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং পুলিশ কর্মীর সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার তীব্রতা বুঝে হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি লাইসেন্সপ্রাপ্ত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।