
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল : আসানসোল বাস ও মিনিবাস মালিক দের অ্যাসোসিয়েশন ও রাজ্য শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে সামাজিক সুরক্ষা যোজনার ক্যাম্প করা হলো আসানসোল সিটি বাসস্ট্যান্ডে। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, তিনি বলেন এই প্রকল্পের লাভ বা ও মিনিবাস কর্মীরা পাবে, এই কাজ চলতে থাকল, যারা বাকি আছেন তাদের গুলো করিয়ে নেবেন।

এই অনুষ্ঠানে এছাড়া বাস মালিক বিজন মুখোপাধ্যায় ও মিনিবাস অ্যাসোসিয়েশনের সুদীপ রায় সহ অন্যান্য সদস্যরা, শ্রম দপ্তরের আধিকারিকরা এছড়া আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় সহ বাস কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় প্রায় ১২০০ জন পরিবহন শ্রমিকের ফর্ম ফিলাপ করানো হয় । শ্রম দপ্তর সুত্রে জানা গেছে এই সুরক্ষা যোজনা আওতাভুক্ত পরিবহন শ্রমিকেরা ৬০ বছর বয়সের পর মাসে ১৫০০ টাকা করে পেনশন পাবেন । এছাড়াও কোন দুর্ঘটনা জনিত কারণে যদি কোন শ্রমিকের জীবনহানি ঘটে তাহলে এককালীন ২ লক্ষ টাকা পাবেন। শ্রম দপ্তর সূত্রে আরো খবর এদিন প্রায়ই ১২০০ জনের মত পরিবহন শ্রমিক এই ফর্ম পূরণ করেছেন। সুদীপ রায় ও বিজন মুখোপাধ্যায় বলেন, তাদের কর্মীদের সমস্ত রকম সুযোগ সুবিধা হবে। এইভাবে কর্মীদের পাশে তারা থাকেন।