
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
পান্ডবেশ্বর : বেপরোয়া ভাবে বালির ট্রাক চলা চলের কি শিকার হলো ঐ যুবক ? শুক্রবার রাতে ঘটা দুর্ঘটনায় এমনই প্রশ্ন তুলে কার্যত সারারাত বিক্ষোভ দেখাল এলাকার বাসিন্দারা। শেষমেষ পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনা প্রসঙ্গে জানা যায় শুক্রবার রাতে, পশ্চিম বর্ধমানের, পাণ্ডবেশ্বর থানা এলাকায় সিনেমা হলের কাছে, সংকীর্ণ পথে, বালি ভর্তি ভারি যানবাহন চলায় পথ দুর্ঘটনার বলি হল এক ব্যক্তি। এদিন রাত্রিবেলায় ওই এলাকারই উপর পাণ্ডবেশ্বর পাড়ার বাসিন্দা, ৩২ বছরের প্রসেনজিৎ মুখার্জি নামের এক ব্যক্তি, রাস্তা দিয়ে চলার সময় তাকে চাপা দিয়ে একটি ১৬ চাকার বালি ভর্তি ট্রাক চলে যায়। এই ঘটনার খবর দেখে , মুহূর্তে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় মানুষজনেরা দুর্ঘটনায় মৃত ওই ব্যক্তির দেহ রাস্তায় ফেলে, দীর্ঘক্ষন পুলিশ প্রশাসনের সাথে বচসা করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বালি ভর্তি ঘাতক ট্রাকটি দুর্ঘটনা ঘটিয়েছে, তাকে অবিলম্বে সনাক্ত করে, আটক করুন, পাশাপাশি লরি চালককে উপযুক্ত শাস্তি দিন। সে সঙ্গে এই ব্যস্ত রাস্তায়, বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ করুন। সে সঙ্গেই যানজটপূর্ণ এই এলাকাকে যানজট মুক্ত করে, সমগ্র এলাকায় চলাচল যোগ্য করে তোলার দাবি করে। রাতে এই দাবি নিয়ে দীর্ঘক্ষণ ধরে, পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হন, পাণ্ডবেশ্বর থানার ওসি মানব ঘোষ, তিনি বিক্ষোভ করা এলাকাবাসীদের আশ্বস্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ চালিয়ে যায়। প্রায় ১ ঘন্টা পর বিক্ষোভকারীদের স্থানীয় নেতৃত্ব ও পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে, স্বাভাবিক ভাবে যান চলাচল করা হবে, যে কোন রূপ ভাবেই রাস্তাটিকে চলাচলযোগ্য করে তোলা হবে, বলে আশ্বাস দিলে, পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনার পর, পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার দেহটিকে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হবে। উল্লেখ্য পান্ডবেশ্বর এলাকার এই রাস্তা, দীর্ঘদিনের যানজট পূর্ণ, এই সংকীর্ণ রাস্তায় বালি ভর্তি যান চলাচল অনেকটাই পথচলা মানুষদের অসুবিধের কারণ , সে জন্য দুটি গাড়ি পাশাপাশি যাতায়াত করলে, পায়ে হেঁটে চলা যেন দায় । আর বিকল্প কোন রাস্তা না থাকায় ,এই রাস্তাতেই বালি ভর্তি ভারী যানবাহন চলাচল করে। এসব বিষয় মাথায় রেখে, এখানের মানুষ বারংবার বালি ভর্তি ভারী যান চলাচলের জন্য বিকল্প রাস্তা করার দাবি করেন। শুক্রবার রাত্রে দুর্ঘটনার পরও সেই একই দাবি শোনা যায়। এখন দেখার আগামীতে কি ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন। এলাকা কিভাবে স্বাভাবিক ছন্দে ফিরে, এ নিয়ে জেলা প্রশাসন কি চিন্তা ভাবনা করছেন, সেদিকেই তাকিয়ে সকলে। এই নিয়ে জিতেন্দ্র তেওয়ারি বলেন বালি মাফিয়া পরভেজ দ্বারা পরিচালিত বালি ভর্তি গাড়ি, একটা তরতাজা প্রাণ নিয়ে নিল। বারবার বলা সত্ত্বেও প্রশাসনের হুষ ফেরেনি। পাণ্ডবেশ্বর এর মানুষ দেখছে। ২০২৬ এর নির্বাচনে যোগ্য জবাব দেবে এলাকার সাধারণ মানুষ। অভিযোগ অস্বীকার। তদন্তে পুলিশ। এই বিষয়ে স্থানীয় বিধায়ক এখনও কিছু বলেননি। বললে তা আপডেট করে দেওয়া হবে।