BURNPUR: নকল নুনের গোডাউন ও দোকানে হানা পুলিশের

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল : নামি কোম্পানির (টা*টা) নকল নুন পাওয়া যাচ্ছে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন বাজারে। এই অভিযোগ পাওয়ার পর রীতিমতো হানা দেয় আসানসোল দুর্গাপুর পুলিশ এর এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা। তারা ইতিমধ্যে নিয়ামতপুরে হানা দিয়ে বহু নকল টাটা লেবেল লাগানো নুন উদ্ধার করে তারপর সোমবার হীরাপুরে হানা দিয়ে টাটার লেবেল লাগানো নুন উদ্ধার করে পুলিশ। এই হানা বিভিন্ন বাজারে চলবে বলে জানিয়েছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশ আধিকারিক অঞ্জন দত্ত।


এনফোর্সমেন্ট ব্রাঞ্চ জানায় গোপন খবরের ভিত্তিতে কুলটি ও হিরাপুর থানার পুলিশের সহযোগিতা নিয়ে অভিযান চালিয়ে নকল নুনের হদিস মিলেছে। এই অভিযান আরো বেশ কয়েক জায়গায় লাগাতার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

Related Posts

আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ছক! আসানসোলে এসটিএফের জালে ধরা পড়ল পাচারকারী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা মালদা থেকে আসানসোলগামী একটি সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ঘটনায় হাতেনাতে ধরা পড়েছে এক পাচারকারী। বৃহস্পতিবার সকালে জুবলী মোরে আসানসোল…

Read more

চিনাকুড়ি কয়লাখনিতে ৫৫ শ্রমিকের পুনর্বহাল ও স্থানীয় নিয়োগের দাবিতে বিক্ষোভ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ৫৫জন শ্রমিককে কাজে পুর্নবহাল এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে আসানসোলের কুলটির চিনাকুড়ি একটি বেসরকারী কয়লাখনিতে বিক্ষোভ দেখাল এলাকাবাসী।বৃহস্পতিবার সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *