
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল : নামি কোম্পানির (টা*টা) নকল নুন পাওয়া যাচ্ছে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন বাজারে। এই অভিযোগ পাওয়ার পর রীতিমতো হানা দেয় আসানসোল দুর্গাপুর পুলিশ এর এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা। তারা ইতিমধ্যে নিয়ামতপুরে হানা দিয়ে বহু নকল টাটা লেবেল লাগানো নুন উদ্ধার করে তারপর সোমবার হীরাপুরে হানা দিয়ে টাটার লেবেল লাগানো নুন উদ্ধার করে পুলিশ। এই হানা বিভিন্ন বাজারে চলবে বলে জানিয়েছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশ আধিকারিক অঞ্জন দত্ত।

এনফোর্সমেন্ট ব্রাঞ্চ জানায় গোপন খবরের ভিত্তিতে কুলটি ও হিরাপুর থানার পুলিশের সহযোগিতা নিয়ে অভিযান চালিয়ে নকল নুনের হদিস মিলেছে। এই অভিযান আরো বেশ কয়েক জায়গায় লাগাতার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।