অগ্নিমিত্রা পাল হরিনাম সংকৃতনে আসায় জলের ট্যাংকার বন্ধ করে দিল তৃণমূলের কাউন্সিলার, এই অভিযোগে বিজেপির পথ অবরোধ

হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের আমন্ত্রণে এসেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।এরপর ওই এলাকায় পানীয় জলের ট্যাঙ্কার বন্ধ করে দিলেন তৃণমূল কাউন্সিলর।এই অভিযোগ তুলে আসানসোলের চিত্রা মোড়ে বিবেকানন্দ সরনীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি।

জানা গিয়েছে আসানসোল পৌরনিগমের 56 নম্বর ওয়ার্ডের রাধানগর লাইন পার রুইদাস পাড়ায় দিন কয়েক আগে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান ছিল।সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এসেছিলেন।অগ্নিমিত্রা পাল অনুষ্ঠানে এসেছিলেন তারজন্য ওই এলাকায় পানীয় জলের ট্যাঙ্কার সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী বিশ্বাসের বিরুদ্ধে।আয়োজকের দাবি হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে বিজেপি বিধায়ক থেকে শুরু করে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সহ সকলকেই আমন্ত্রণ করা হয়েছিল।কিন্ত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল অনুষ্ঠানে এসেছিলেন বলেই এলাকার পানীয় জলের ট্যাঙ্কার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।এরফলে চরম সমস্যায় পড়ছেন এলাকার মানুষ।তারই প্রতিবাদে সোমবার চিত্রা মোড়ে পথ অবরোধ করে বিজেপি বিক্ষোভ দেখায়।যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস।তার দাবি জলের ট্যাঙ্কার খারাপ ছিল তাই গত কয়েকদিন পানীয় জলের ট্যাঙ্কার সরবরাহ বন্ধ ছিল তবে একটা ট্যাংক করে জল সরবারাহ করা হয়। সোমবার থেকে ওই এলাকায় পানীয় জলের ট্যাঙ্কার পুনরায় পাঠানো হয়েছে। এদিন পানীয় জলের ট্যাঙ্কারের চালক জানান গাড়িতে সমস্যার কারণে ট্যাঙ্কার বন্ধ ছিল।আজ থেকে জল দেওয়া শুরু হয়েছে। মেয়র বিধান উপাধ্যায় জানান জল দেওয়ার জন্যই আমরা বসে আছি। কোথাও জল বা জলের ট্যাংকার ইন্টেন্সেলি বন্ধ করা হয়নি।

Related Posts

আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ছক! আসানসোলে এসটিএফের জালে ধরা পড়ল পাচারকারী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা মালদা থেকে আসানসোলগামী একটি সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ঘটনায় হাতেনাতে ধরা পড়েছে এক পাচারকারী। বৃহস্পতিবার সকালে জুবলী মোরে আসানসোল…

Read more

চিনাকুড়ি কয়লাখনিতে ৫৫ শ্রমিকের পুনর্বহাল ও স্থানীয় নিয়োগের দাবিতে বিক্ষোভ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ৫৫জন শ্রমিককে কাজে পুর্নবহাল এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে আসানসোলের কুলটির চিনাকুড়ি একটি বেসরকারী কয়লাখনিতে বিক্ষোভ দেখাল এলাকাবাসী।বৃহস্পতিবার সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *