গণবিবাহ আয়োজন করল আসানসোল গ্রাম

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল : আসানসোল গ্রামের নীল কন্ঠেশ্বর জিউ দেবত্তর নামক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গণ বিবাহের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে তিন জোড়া যুবক ও যুবতীদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে পাত্র ও পাত্রীপক্ষের আত্মীয়দের জন্য মধ্যাহ্ন ভোজন এর আয়োজনও করা হয়।

গণবিবাহের পর নব বড়বধুর সঙ্গে কমিটির সদস্যবৃন্দ


সংস্থার সভাপতি শচীন্দ্রনাথ রায় বলেন বিভিন্ন সমাজসেবা মূলক কাজকর্মের মধ্যে প্রথমবার গণবিবাহের আয়োজন করা হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া যুবক যুবতীদের বিবাহবন্ধনে আবদ্ধ করা হয়। বিবাহ র সমস্ত নিয়ম অনুযায়ী সমস্ত রকম ব্যবস্থা গ্রহন করা হয়েছিল এই সংস্থার পক্ষ থেকে। ভবিষ্যতেও এরকম অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তিনি জানান। স্থানীয় কাউন্সিলর উৎপল রায় জানান দুই ধরনের অনুষ্ঠান করায় বহু গরিব মানুষের উপকার হলো এই ধরনের অনুষ্ঠানের জন্য যদি কোন সহযোগিতা করতে পারি তাহলে নিজেকে ধন্য বলে মনে করব।

Related Posts

আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ছক! আসানসোলে এসটিএফের জালে ধরা পড়ল পাচারকারী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা মালদা থেকে আসানসোলগামী একটি সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ঘটনায় হাতেনাতে ধরা পড়েছে এক পাচারকারী। বৃহস্পতিবার সকালে জুবলী মোরে আসানসোল…

Read more

চিনাকুড়ি কয়লাখনিতে ৫৫ শ্রমিকের পুনর্বহাল ও স্থানীয় নিয়োগের দাবিতে বিক্ষোভ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ৫৫জন শ্রমিককে কাজে পুর্নবহাল এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে আসানসোলের কুলটির চিনাকুড়ি একটি বেসরকারী কয়লাখনিতে বিক্ষোভ দেখাল এলাকাবাসী।বৃহস্পতিবার সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *