
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল : আসানসোল গ্রামের নীল কন্ঠেশ্বর জিউ দেবত্তর নামক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গণ বিবাহের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে তিন জোড়া যুবক ও যুবতীদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে পাত্র ও পাত্রীপক্ষের আত্মীয়দের জন্য মধ্যাহ্ন ভোজন এর আয়োজনও করা হয়।

সংস্থার সভাপতি শচীন্দ্রনাথ রায় বলেন বিভিন্ন সমাজসেবা মূলক কাজকর্মের মধ্যে প্রথমবার গণবিবাহের আয়োজন করা হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া যুবক যুবতীদের বিবাহবন্ধনে আবদ্ধ করা হয়। বিবাহ র সমস্ত নিয়ম অনুযায়ী সমস্ত রকম ব্যবস্থা গ্রহন করা হয়েছিল এই সংস্থার পক্ষ থেকে। ভবিষ্যতেও এরকম অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তিনি জানান। স্থানীয় কাউন্সিলর উৎপল রায় জানান দুই ধরনের অনুষ্ঠান করায় বহু গরিব মানুষের উপকার হলো এই ধরনের অনুষ্ঠানের জন্য যদি কোন সহযোগিতা করতে পারি তাহলে নিজেকে ধন্য বলে মনে করব।