
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
দুর্গাপুর :- ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। ঝলসে গেল যুবক। বুধবার ইস্পাত নগরীতে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। যুবকের নাম সজল দেবনাথ (৩০)। আশঙ্কা জনক যুবককে ভর্তি করা হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ালো দুর্গাপুর থানার ৭ নম্বর ওয়ার্ডের নিউটাউনের ১৭ নম্বর স্ট্রিটে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সজল দেবনাথ সাত নং স্ট্রিটের মাটির বাড়িতে থাকতেন। সেই বাড়ি থেকেই বিকট শব্দ শোনা যায়। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে দেখেন কাতর আর্তনাদ করছে সজল। পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়রা এবং দুর্গাপুর থানার পুলিশ মিলে সজলকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে, তারপর শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। “আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন,”বারুদ নিয়ে কোন পরীক্ষা করছিল ওই ছেলেটি। তখনই কোন আগুন ধরে যায়। সেই আগুনেই জখম হয়েছে ছেলেটি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যারিকেট করে দেওয়া হয়েছে বাড়ির চতুর্দিক। বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়ে