
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল : বৃহস্পতিবার আসানসোল হটন রোড মোরের সিটি বাস স্টান্ডের সামনে হয় এই সভা। বিহার থেকেও এসেছেন বক্তারা। এছাড়া আসানসোলের বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা এসে বক্তব্য রেখেছেন।।

এখানে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার নিন্দা করেন এবং নীরবতা পালন করেন ও শোক প্রকাশ করেন সকলে।
বক্তারা বলেন ওয়াকফ আইনটা মুসলিম পার্সোনাল ল এর বিরুদ্ধে। এই আইন দ্বারা ওয়াকফ এর সম্পত্তির অধিগ্রহণ করার এক চক্রান্ত করা হয়েছে। তাদের বক্তব্য ওয়াকফ এর সম্পত্তি আল্লার অর্থাৎ দেবত্তর সম্পত্তি হয়ে যায়, সেই জমি কেনা বেচা হয়না। কেন্দ্র সরকার এই জমি গুলো অধিগ্রহণ করার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে দেশ ব্যাপী আন্দোলন চালিয়ে যাবে তাহাফুজ ওয়াকফ কমিটির সদস্যরা। তাদের অভিযোগ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বা বহু পুরানো কোন সম্পত্তির কাগজ যদি না থাকে, তাহলে সরকার সেই জমি অধিগ্রহণ করার চেষ্টা করছে।
আইনজীবী শেখর কুন্ডু বলেন এই আইনটা মুসলিম পার্সোনাল ল এর অধীনে আছে। কিন্তু কেন্দ্র সরকার এই আইন করে ওয়াকফ কমিটি তে হিন্দু সদস্যদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করার চেষ্টা করছে, যার বিরুদ্ধে এই আন্দোলন।
ইমাম মুফতি জুবের কাশমি তার বক্তব্যতে বলেন, ধারাবাহিক ভাবে সংবিধানকে বদলের এক চক্রান্ত করছে কেন্দ্র সরকার। যা দিয়ে শুধু মুসলিম নয় অন্য সম্প্রদায়ের মানুষজনও সমস্যায় পড়বে। সেই জন্য আমরা সব ধর্মের মানুষের জন্য সংবিধান বাঁচানোর এই লড়াই চালিয়ে যাব।।