Asansol Shootout: বার্ণপুরে ভর সন্ধ্যায় শুট আউট

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোলে ভর সন্ধ্যায় শুট আউট। বার্ণপুর ইস্পাত নগরীতে শুট আউট। জমি ব্যবসায়ীকে লক্ষ করে গুলি দুস্কৃতিদের। আশঙ্কা জনক অবস্থায় দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গুলি বিদ্ধ ইরফান মুস্তফাকে। হীরাপুর থানার অন্তর্গত রহমত নগরের চাষাপট্টির ঘটনা। পাশেই নবীনগরে রয়েছে তার অফিস। শনিবারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি বার্ণপুর এলাকায়। ঘটনার তদন্তে হীরাপুর থানার পুলিশ।।।
এবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরে ভরসন্ধ্যায় চললো গুলি। দূষ্কৃতিদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক জমি কারবারি। শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার বার্নপুরের রহমতনগরের চাষাপট্টিতে। হিরাপুর থানার অদূরে বার্নপুর বাসস্ট্যান্ডের সুভাষপল্লীর আহমেদনগরের বাসিন্দা গুলিবিদ্ধ জমি কারবারির নাম ইরফান মুস্তাফা (৪৭)। তড়িঘড়ি তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। তার শারীরিক অবস্থা সংকটজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পরে তাকে রেফার করা হয় আসানসোল জেলা হাসপাতাল থেকে। জানা গেছে, রাত আটটা নাগাদ পরিবারের সদস্যরা তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, ঐ জমি কারবারির মাথায় গুলির ক্ষত চিহ্ন রয়েছে।
খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ এলাকায় ছুটে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় বার্নপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বার্নপুরের সুভাষপল্লীর আহমেদনগরের বাসিন্দা ইরফান মুস্তাফা দীর্ঘদিন ধরে জমি কেনাবেচার কারবার করেন। তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বার্নপুরের রহমতনগরের চাষাপট্টির কাছে নবিনগরে তার অফিস আছে।
এদিন সন্ধ্যা সাতটা নাগাদ চাষাপট্টির কাছে তাকে খুব কাছ থেকে দূষ্কৃতিরা মাথা লক্ষ্য করে গুলি করে। গুলির শব্দ পেয়ে আশপাশের লোকেরা দৌড়ে আসার আগেই তারা পালিয়ে যায়। ততক্ষণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন জমি কারবারি। এরপর তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, জমির কারবার নিয়ে কোন বিবাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এক আধিকারিক বলেন, তদন্ত শুরু করা হয়েছে। দূষ্কৃতিদের খোঁজ করা হচ্ছে। এসিপি ইপ্সিতা দত্ত জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। গুলি লেগেছে কিনা জানা নেই, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে জানার পর বলতে পারব।।

Related Posts

আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ছক! আসানসোলে এসটিএফের জালে ধরা পড়ল পাচারকারী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা মালদা থেকে আসানসোলগামী একটি সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ঘটনায় হাতেনাতে ধরা পড়েছে এক পাচারকারী। বৃহস্পতিবার সকালে জুবলী মোরে আসানসোল…

Read more

চিনাকুড়ি কয়লাখনিতে ৫৫ শ্রমিকের পুনর্বহাল ও স্থানীয় নিয়োগের দাবিতে বিক্ষোভ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ৫৫জন শ্রমিককে কাজে পুর্নবহাল এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে আসানসোলের কুলটির চিনাকুড়ি একটি বেসরকারী কয়লাখনিতে বিক্ষোভ দেখাল এলাকাবাসী।বৃহস্পতিবার সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *