
আসানসোলের সালানপুর ফুলবেড়িয়া মোড়ে ইসিএলের (ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড) কয়লা বোঝাই ডাম্পারের চলাচলে উড়ন্ত ধুলোয় বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় দোকানদারদের জীবন। ধুলোর কারণে দোকানে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ায় ক্ষুব্ধ দোকানদাররা রবিবার প্রতিবাদে পথে নেমেছেন। তারা ইসিএলের কয়লা বোঝাই ডাম্পার আটকে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।

স্থানীয় দোকানদারদের অভিযোগ, ডাম্পার চলাচলের ফলে উড়ন্ত ধুলো দোকানের মালপত্র নষ্ট করছে এবং গ্রাহকদের আনাগোনা কমে গেছে। এই পরিস্থিতিতে ব্যবসায় মারাত্মক ক্ষতি হচ্ছে। প্রতিবাদের তীব্রতা বাড়লে দোকানদাররা তাদের দোকানের চাবি ইসিএলের নিরাপত্তা আধিকারিকদের হাতে তুলে দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের প্রধান দাবি, রাস্তায় নিয়মিত জল ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করতে হবে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসিএলের নিরাপত্তা রক্ষীরা। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলার পর ইসিএল কর্তৃপক্ষ ধুলো নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করা হয়। দোকানদাররা জানিয়েছেন, কর্তৃপক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে তারা ফের আন্দোলনে নামবেন।
এই ঘটনা ফুলবেড়িয়া মোড়ের দোকানদারদের দীর্ঘদিনের ক্ষোভের প্রকাশ বলে স্থানীয়রা মনে করছেন। ধুলোর সমস্যা সমাধানে ইসিএল কর্তৃপক্ষ কতটা কার্যকর পদক্ষেপ নেয়, সেদিকে নজর রাখছে এলাকাবাসী।
বাংলার জাগরণ, আসানসোল
আমাদের পোর্টালে সর্বশেষ খবর পেতে নিয়মিত ভিজিট করুন।