
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল সারদাপল্লী নাগরিক সমিতি কার্যনির্বাহী সমিতির নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২০২৫-২০২৭ মেয়াদের জন্য শ্রী বিজয় কুমার শর্মাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, তিনি টানা তৃতীয়বারের জন্য এই পদে নির্বাচিত হলেন। নির্বাচন প্রক্রিয়ায় সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে।

নির্বাচনে শ্রী পিন্টু গোরাই সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া, কোষাধ্যক্ষ পদের জন্য শ্রী বরুণাভ বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাবিত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
নবনির্বাচিত সভাপতি শ্রী বিজয় কুমার শর্মা বলেন, “আমি সমিতির সকল সদস্যদের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে আমরা এলাকার উন্নয়ন ও সামাজিক কাজে আরও বেশি মনোযোগ দেব।” নবনির্বাচিত সম্পাদক শ্রী পিন্টু গোরাইও সংঘের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের সহযোগিতায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সারদাপল্লী নাগরিক সমিতি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির কাছে স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা বেশ উঁচু।