
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
রানীগঞ্জ থানা এলাকায় অবস্থিত গণেশ ধাম সোসাইটিতে রবিবার ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা। একের পর এক তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনায় সোসাইটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিব্লক এবং সিব্লকে ঘটে যাওয়া এই চুরির ঘটনাগুলির মধ্যে দুটি বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। এই সুযোগের সদ্ব্যবহার করে চোরেরা চুরি করে পালিয়েছে। তৃতীয় বাড়িটিতে কেবল তালা ঝুলছিল, সেখানেও চোরেরা তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে।
ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চোরেরা সম্ভবত আগে থেকেই বাড়িগুলির গতিবিধি পর্যবেক্ষণ করছিল। তদন্তকারী দল সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা করছে।
এই ঘটনায় সোসাইটির বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশের কাছে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।