
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
এখনও চলছে মৃত দেহ রেখে আন্দোলন। দাবি কর্তব্যরত অবস্থায় কলিয়ারিতে দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিকে চাকরি দিতে হবে।

সেলের রামনগর কোলিয়ারিতে দুর্ঘটনায় কর্মরত অবস্থায় এক খনি কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা। চাকরির দাবিতে মৃতদেহ রেখে কোলিয়ারিতে বিক্ষোভ মৃতের পরিবার ও পরিজনদের। খবর পেয়ে আসেন স্থানীয় বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। সোমবার থেকে চলে এই আন্দোলন। আসানসোলের কুলটির বরাকর রামনগর কোলিয়ারীর ঘটনা।মৃতের নাম কেদার পান ( 48)।মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে 16 ই ফেব্রুয়ারি সেলের রামনগর কোলিয়ারিতে কর্মরত অবস্থায় খনি কর্মী কেদার পান গুরুতর আহত হয়।তাকে প্রথমে বার্নপুর ইস্কো হাসপাতাল ভর্তি করা হয়।পরে দুর্গাপুরের এবং কোলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি ছিল।কোলকাতায় চিকিৎসাধীন অবস্থায় রবিবার কেদার পানের মৃত্যু হয়।চাকরির দাবিতে সোমবার রামনগর কোলিয়ারিতে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও পরিজনেরা।তাদের দাবি আজকেই মৃতের পরিজনের একজনকে চাকরি দিতে হবে। দাবি না মেটা প্রযন্ত আন্দোলন চলবে বলেই জানিয়েছে বিক্ষোভকারীরা। গতকাল থেকে চলা মৃতদেহ রেখে এই আন্দোলনের ফলে সমস্যায় কলিয়ারি কর্তৃপক্ষ।