
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
শাসকদলের পতাকা নিয়ে হাড়াভাঙ্গা ব্রিজের উপর ভারী যানবাহন আটকে বিক্ষোভ দেখালো রানীগঞ্জের তিরাট হাড়াভাঙ্গা অঞ্চলের বাসিন্দারা।

বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরেই নানা সরকারি দপ্তরে পুলিশ প্রশাসনের কাছে তারা এই জরাজীর্ণ ব্রিজের ওপর ভারী যানবাহন না নিয়ে যাওয়ার জন্য দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি। তাই তারা স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে প্রথমে বিক্ষোভ মিছিল করে পথ অবরোধ কর্মসূচি চালায়। আটকে দেওয়া হয় বালি বোঝাই বেশ কিছু যানবাহন সহ অন্যান্য গাড়ি। এই ঘটনার খবর পেয়ে, পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ঘটস্থলে পৌঁছে বিক্ষোভের মুখে পড়ে। পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ।বিক্ষোভকারীদের দাবি এই ব্রীজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করতে দেওয়া যাবে না। তারা দাবি করে, এই এলাকায় দিয়ে ভারি বালির গাড়িও চলাচলের জন্য রাস্তার হাল বেহাল হয়েছে। আর এই ব্রিজ দিয়ে ভারি যানবাহন চলাচল করলে যে কোন সময় ভেঙ্গে যেতে পারে পুরানো ব্রিজ। এখন দেখার পুলিশ ও প্রশাসন কি ব্যবস্থা নেয়।