
আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রানীগঞ্জ থানায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা মোট ১২ জন মেধাবী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এসিপি সেন্ট্রাল টু বিমান মির্ধা, রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ দত্ত, সেকেন্ড অফিসার শান্তিরঞ্জন ঘোষ, পাঞ্জাবি মোড় ফাঁড়ির ইনচার্জ করতার সিং, বল্লভপুর ফাঁড়ির ইনচার্জ সৌমেন ব্যানার্জি এবং নিমচা ফাঁড়ির ইনচার্জ বুদ্ধদেব গায়েন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
পুলিশ আধিকারিকেরা ছাত্রছাত্রীদের হাতে সংশা পত্র ও উপহার তুলে দিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, “যারা পড়াশোনায় ভালো ফল করছে, তারা আগামী সমাজের আলোক বর্তিকা। পরিশ্রম, শৃঙ্খলা ও সততার সঙ্গে এগিয়ে চললেই জীবনে সাফল্য আসবেই।”
এই সম্মাননা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাসের নতুন সঞ্চার হয়। একই সঙ্গে তাঁদের অভিভাবকরাও পুলিশ প্রশাসনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই আয়োজন পুলিশের শিক্ষাবান্ধব এবং সমাজমুখী ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।