
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান জেলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় শুক্রবার আসানসোল জেলা হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালের কনফারেন্স হলে। সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহ-কোষাধ্যক্ষ ডাঃ সুব্রত সেন, রাজ্য কমিটির ডিজিটাল হেড ডাঃ পূজা মৈত্র, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাঃ অভিজিৎ বন্দোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান , জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস এবং ইসি সদস্য ডাঃ গৌতম মণ্ডল, ডাঃ রহুল আমিন, ডাঃ এসকে বসু সহ অন্যান্যরা। সভা পাশাপাশি এদিন এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিলো।

এই প্রসঙ্গে ডাঃ গৌতম মন্ডল বলেন, এ্যাসোসিয়েশনের জেলা কমিটির প্রথম সভায় অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সভায় জেলা কমিটির প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন। অন্য চিকিৎসক ও নার্স ও স্বাস্থ্য কর্মীরাও ছিলেন। জেলা ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক সঞ্জিত চট্টোপাধ্যায় বলেন, এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো। আমরা, চিকিৎসক হিসেবে, প্রতিদিন দেখি—রক্তের অভাবে কত জীবন সংকটে পড়ে। এক ফোঁটা রক্ত, যা আমাদের শিরায় প্রবাহিত, তা কারো জীবনে নতুন সকাল আনতে পারে। এই শিবিরে আমরা শুধু রক্ত সংগ্রহ করছি না, আমরা সংগ্রহ করছি ভালোবাসা, আশা এবং মানুষের প্রতি মানুষের অঙ্গীকার।
আসানসোল জেলা হাসপাতালের প্রতিটি সদস্য—ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী—যাঁরা এই মহান কাজে অংশ নিয়েছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা অর্পণ করেন।