
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
বিড়ালছানা পাতকুয়োয় পড়ে যাওয়ার বিষয়, এলাকার একদল যুবকেরা লক্ষ্য করে নেমে পড়ল পাত কুয়োয়। সে সিয়ারসোলের কাঞ্জিলাল পাড়ার দুর্গা মন্দিরের পাশে, ঘন বসতির মাঝে, পাত কুয়োয় বিড়াল ছানা পড়ে গেছে, যা বিড়াল ছানার মিয়াও মিয়াও আওয়াজ এই বিষয়টি স্পষ্ট হয়, মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে সারা পাড়ায়।

আর তা জানার পর, এই খবর পেয়ে দ্রুত উদ্ধারে পৌঁছায় পশু প্রেমী সংস্থা আয়ু দার। তারা ঘটনাস্থলে পৌঁছে, কুয়োর মধ্যে এই যে ভাবে বিড়ালছানা আটকে রয়েছে, সেই বিষয়টি লক্ষ্য করে দমকল বিভাগের সাহায্য চাই। পরে রানীগঞ্জের দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীরা উদ্ধারের কাজে জুটে পড়ে। একই সাথে এসে পৌঁছয় আয়ু দারের বেশ কয়েকজন পশুপ্রেমী সদস্য। তারা যৌথভাবে দমকল বিভাগের সঙ্গে উদ্ধার কাজে নামে, দীর্ঘক্ষণ তারা কুয়োর ওপরের চারিপাশে দেখে বিড়াল ছানা লক্ষ্য করতে না পারায় ,পরে তারা কুয়োর মধ্যে নেমে টর্চের আলো জ্বালিয়ে তাকে খোঁজ করতেই লক্ষ্য করে কুয়োর পাশে জলে ভিজে গর্তের মধ্যে ঢুকে রয়েছে সে। পরে সেখান থেকেই কোমরে দড়িতে করে ঝুলে কুয়ো থেকে তাকে উদ্ধার করা হয়। সকলেই এই উদ্ধার কাজ লক্ষ্য করে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। মশারি দিয়ে ঢেকে ফেলা হয় কুয়োর মুখ চারিপাশে যাতে কোনোভাবেই অন্য সকল বিড়ালছানা সে দিক দিয়ে যাতায়াত না করে তার জন্য করা হয় ব্যবস্থা। আয়ুদারে সদস্যরা জানান তারা প্রতিনিয়তই পশুদের রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ নিয়ে থাকেন, যে কোন সময় পশুপাখি যদি দুর্ঘটনার কবলে পড়ে তারা দ্রুত উদ্ধারের জন্য তৎপর থাকেন। এক্ষেত্রেও তারা খবর পেয়ে উদ্ধার এসেছেন। আগামীতেও তারা পশুদের সেবার জন্য এগিয়ে যাবেন বলেই জানান। দমকল বিভাগের কর্মীরা জানিয়েছেন যে কোন সময়ই তারা কোন খবর পেলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন আয়ু দারের এই সহায়তাকে তারা সাধুবাদ জানান।