বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল পুরনিগম কোন অজ্ঞাত কারণে হটন রোডে অবস্থিত নর্দমার উপরে অবৈধ ফুটপাত খালি করার কাজ বন্ধ রাখল? মেয়রের চেম্বারে দফাই দফায় বৈঠক কিভাবে দখল মুক্ত করা হবে অবৈধ ফুটপাত দু’দিন ধরে রাস্তা পরিদর্শন সবাইকে হাতজোড় করে বলা কিন্তু শেষ পর্যন্ত আসানসোল পুরানী গমন সিদ্ধান্ত নিল? আপাতত হটন রোডে অবস্থিত নর্দমার উপরে অবৈধভাবে ফুটফাত দখল করে যে দোকানগুলি রয়েছে সেগুলি ভাঙ্গা হবে না।
বিস্তারিত একটু পরে……






