
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
ইস্পাত নগরী বার্ণপুরের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে খ্যাত ভারতী ভবনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ডেমোক্রেটিক সেল আইএসপি এমপ্লয়িজ প্যানেল ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে। ভারতী ভবনের মতো সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা ও এর উন্নয়নের স্লোগান নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এই প্যানেল প্রথমবারের মতো বড় ধরনের উলটপুরাণ ঘটিয়ে জয়লাভ করেছে।

মোট ৫৬৯টি ভোটের মধ্যে ৪৭০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে প্রবল বৃষ্টির কারণে অনেক ভোটার ভোট দিতে আসতে পারেননি, যার ফলে ভোটের শতাংশ কিছুটা কমেছে। তা সত্ত্বেও ডেমোক্রেটিক সেল আইএসপি এমপ্লয়িজ প্যানেল বিজয়ের পতাকা উড়িয়েছে।

গণনার ফলাফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে প্যানেলের প্রার্থী আলোক কুমার দাস ২৩৩ ভোট পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী দুর্গেশ কুমার(২১৫ ভোট) কে পরাজিত করেছে। কোষাধ্যক্ষ পদে নীতেশ শর্মা ১৮৫ ভোট পেলেও তাঁর প্রতিদ্বন্দ্বী সঞ্জয় রায় ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে অরিন্দম ব্যানার্জি ২২১ ভোট পেয়ে মাত্র ২ ভোটের ব্যবধানে তাঁর প্রতিদ্বন্দ্বী গৌতম নন্দীকে (২১৯ ভোট) পরাজিত করেছেন। খেলাধুলা সচিব পদে অভিজিৎ দাস ১৮৯ ভোট পেলেও বিজন কুমার মাঝি ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। লাইব্রেরি সচিব পদে অভিজিৎ মাজি ২৪২ ভোট পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী আনন্দ কুমার রজককে (১৯৪ ভোট) পরাজিত করেছেন। এছাড়া, চারজন প্রতিনিধি পদে মানস সরকার, রুদ্র প্রসাদ চক্রবর্তী, শান্তনু চট্টোপাধ্যায় এবং উত্তম মজুমদার নির্বাচিত হয়েছেন।
বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণার পর ডেমোক্রেটিক সেল আইএসপি এমপ্লয়িজ প্যানেলের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাসের জোয়ার বয়ে গেছে। এই জয় ভারতী ভবনের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে।