
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
খনি অঞ্চলের বিভিন্ন জায়গায় বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি তার দলীয় কর্মসূচি মাফিক র্যালি ও সভার আয়োজন করেছেন। ঠিক সেই মতো কিছুদিন আগেই পাণ্ডবেশ্বর এর বাঁকোলা কোলিয়ারি এলাকায় একটা র্যালির আয়োজন করেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সেই সময় তৃণমূল কর্মীদের দ্বারা বাধা প্রাপ্ত হয়ে র্যালিটি বন্ধ করতে বাধ্য হন জিতেন্দ্র বাবু বলে অভিযোগ। তারপর এই রেলি প্রসঙ্গ নিয়ে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। উচ্চ আদালতের নির্দেশে ২৪ /৫ /২৫ শনিবার পাণ্ডবেশ্বর এর বাঁকোলা কোলিয়ারি এলাকায় র্যালি ও স্ট্রিট কর্নার করার আদেশ পান। আদালতের আদেশ মত এদিন বিকেলে বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য ও কর্মী সমর্থকদের নিয়ে রেলি করেন জিতেন্দ্র। এই রেলিতে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।

একদিন এই র্যালি ও স্ট্রিট কর্নার করতে দিতে বাধা এবার দেখা গেল ঠিক উল্টো ছবি । এদিন ৱ্যালিতে আগত বিজেপি নেতা কর্মীদের জন্য পানীয় জল ও শরবত হাতে নিয়ে সৌজন্য দেখাতে এগিয়ে এসেছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই সৌজন্যতা বোধ প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারি তৃণমূলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে কটাক্ষ করে বলেন, ” সৌজন্যের রাজনীতি তো আমরা চাই, তিনি বলেন যেভাবে ২০২১ এ জয়লাভের পর পাণ্ডবেশ্বর এলাকায় আটটি বিজেপির দলীয় কার্যালয় জিসিপি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সেদিন আপনার সৌজন্য কোথায় ছিল? প্রায় ১০০ জন বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল সেদিন আপনার সৌজন্য কোথায় ছিল? প্রায় এক হাজার গরীব কর্মী যারা পাণ্ডবেশ্বর এলাকার বিভিন্ন প্যাচ গুলিতে ঠিকা শ্রমিক হিসাবে কাজ করত তাদের কাজ থেকে বসিয়ে দেওয়ার সময় আপনার সৌজন্য কোথায় ছিল”? পাশাপাশি জিতেন্দ্র তেওয়ারি কটাক্ষ করে আরও বলেন, সৌজন্যের রাজনীতিই তারা চান। তারা তৃণমূলের দেওয়া জল ও শরবত গ্রহণ করতে পারেন, যদি সেটা বিধায়কের বেতন থেকে এই ব্যবস্থা করা হয়েছে। কোন লোহা চোর বা কয়লা চোরের থেকে টাকা নিয়ে এই জল ও শরবতের ব্যবস্থা করা হলে এটা তারা গ্রহণ করবেন না।
এ বিষয়ে পাঞ্জাবের তৃণমূল ব্লক সভাপতি কিরিটি মুখার্জি জানান, সকল দলেরই গণতান্ত্রিক অধিকার আছে মিটিং মিছিল করার। ব্লক সভাপতি বলেন, পাণ্ডবেশ্বরে যে জল কষ্টর কথা বিরোধীরা বলছেন সেটা ঠিক নয় কেননা পাণ্ডবেশ্বর এ জল প্রকল্পের কাজ প্রায় সম্পন্ন শীঘ্রই এলাকার প্রত্যেকটা মানুষ জলের সুবিধা পাবেন। পাশাপাশি তিনি বলেন পাণ্ডবেশ্বর শান্ত এলাকা বর্তমানে বিরোধীদের কিছু নেতৃত্ব এসে গরম গরম কথা বলে শান্ত পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে। এলাকার মানুষ আগামী ভোটে তার জবাব দেবে। বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি অভিযোগ করেন, পাণ্ডবেশ্বর বিরোধীদের মিটিং মিছিল করতে বাধা দেয় শাসক দল। তার উত্তরে ব্লক সভাপতি বলেন, পাণ্ডবেশ্বড়ে কোন রাজনৈতিক দলকেই তাদের কর্মসূচি করতে বাধা দেওয়া হয় না। নইলে পাণ্ডবেশ্বর এর বিভিন্ন প্রান্তে বিজেপির তরফে ইতিমধ্যেই বহু কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেখানে তো কোন বাধা দেওয়া হয়নি। বিগত পঞ্চায়েত, ও বিধানসভা ভোটে মানুষ নিরাপদে ভোট দিয়েছে। আগামী ২০২৬ এর ভোটেও মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে বিরোধীদের জবাব দেবে।