
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
জেনেক্স এক্সোটিকা বোর্ড কমিটি নির্বাচন গত রবিবার সফলভাবে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে ৪৮ জন বোর্ড সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ ও দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে, যার দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনের সদস্যরা— শ্রী সতীশ মিহারিয়া, শ্রী জয়দীপ ব্যানার্জী, শ্রী সুশান্ত মুখার্জী, শ্রী গোবিন্দ গোপাল ব্যানার্জী এবং অ্যাডভোকেট অভিরূপ গাঙ্গুলী।

সোমবার নির্বাচন কমিশন বিজয়ী প্রার্থীদের একটি শপথ গ্রহণ অনুষ্ঠানে শংসাপত্র প্রদানের মাধ্যমে সম্মানিত করে। এরপর ড. উজ্জ্বলমণি মুখার্জীর দক্ষ নির্দেশনায় অনুষ্ঠিত একটি সভায় শ্রী পূর্ণেন্দু চৌধুরী (টিপু) কে টানা চতুর্থবারের জন্য সম্পাদক এবং শ্রী অনুপ মন্ডলকে সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করেন।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি ড. গৌতম ব্যানার্জী নবনির্বাচিত দলের হাতে দায়িত্ব হস্তান্তর করেন এবং তাঁর মূল্যবান উপদেশের মাধ্যমে নেতৃত্বের মসৃণ রূপান্তর নিশ্চিত করেন। এই উপলক্ষে বিজয়ী তথা নির্বাচিত বিশিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন ড. জয়ন্ত খান, শ্রী ত্রিদীপ মন্ডল, ড. মহুয়া দত্ত, ড. নিশা আগরওয়াল, ড. মধুমিতা জমিন্দার, শ্রী অনুপ গুপ্তা, শ্রী সমীর ঠাকুর, শ্রীমতী স্বপ্না ভট্টাচার্য, শ্রী দেবমাল্য ঘোষ (রাজা), শ্রীমতী নীলম পান্ডে প্রমুখ। তাঁদের উপস্থিতি এই অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব ও উষ্ণতা যোগ করেছে।